যশোরে জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জাহিদুর রহমান লাবুকে আটক করেছে পুলিশ। ২০২৪ সালের ৪ আগস্ট লালদিঘীর পশ্চিম পাড়ে জেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) সকাল ৯টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালি থানা পুলিশ, ডিবির সহায়তায় শহরের পুরাতন কসবা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে বিকেলে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, লাবু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং অতীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এছাড়া সম্প্রতি তিনি এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টায়ও লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
লাবু শহরের পুরাতন কসবা এলাকার মৃত শেখ আবু তালেবের ছেলে।
পুলিশ জানিয়েছে, হামলা-সংক্রান্ত মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা স্পষ্ট হওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে।